নাটকীয়ভাবে বার্সার বিরুদ্ধে পয়েন্ট পেল সেল্তা ভিগো

বার্সেলোনা, ২৪ নভেম্বর(হি.স.): সেল্তার বিরুদ্ধে জয়ে ফেরার সম্ভাবনা জাগিয়েও নাটকীয়ভাবে পয়েন্ট হারালো বার্সেলোনা।

সেল্তার মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিত থেকেছে।

প্রথমার্ধে পঞ্চদশ মিনিটে

রাফিনিয়া বার্সেলোনাকে এগিয়ে দেয়। এরপর দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কি।

শেষ দিকে অর্থাৎ ৮৪ মিনিটে বার্সেলোনা ডিফেন্ডার কুন্দে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার জন্য জালে বল পাঠান গনসালেস। আর ৮৬ মিনিটে ছয় গজ বক্সের বাইরে থেকে গোল করেন আলভারেস।

লিগে পরপর দুই ম্যাচে পয়েন্ট হারাল হান্সি ফ্লিকের দল।

১৪ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। আর সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। ২৭ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ, গতবারের চ্যাম্পিয়নরা অবশ্য দুটি ম্যাচ কম খেলেছে।

বার্সেলোনার সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে সেল্তা।