ওয়ানাডে জয়ের পথে প্রিয়াঙ্কা, অনেকটাই পিছিয়ে বিজেপির নব্যা 

ওয়ানাড, ২৩ নভেম্বর (হি.স.): কেরলের ওয়ানাড সংসদীয় আসনের উপনির্বাচনে এক লক্ষ ভোটের ব্যবধান পেরিয়ে গেলেন‌ প্রিয়াঙ্কা গান্ধী। মাস ছয়েক আগে এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। তিনি উত্তরপ্রদেশের রায়বরেলিতেও জয়লাভ করেছিলেন। রায়বরেলি রেখে ওয়ানাড বোন প্রিয়াঙ্কাকে ছেড়ে দেন তিনি। সেখানেই উপনির্বাচনে লাখের ব্যবধান পেরিয়ে গেলেন প্রিয়াঙ্কা। অনেকটাই পিছিয়ে পড়েছেন সিপিআই-এর এস মোকেরি এবং বিজেপির নব্যা হরিদাস। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রিয়াঙ্কা ১,২৪,৮৫৬ ভোটে এগিয়ে রয়েছেন।