BRAKING NEWS

সত্যকে চিরকাল অন্ধকারে লুকিয়ে রাখা যায় না : বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২২ নভেম্বর : সত্যকে চিরকাল অন্ধকারে লুকিয়ে রাখা যায় না। আজ সবরমতী রিপোর্ট দেখে একথা বলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।

এদিন শ্রীনাথ বলেন, ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাটের গোধরা স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসের এস-৬ কামরায় আগুন লাগানোর ঘটনাকে ঘিরেই ‘সবরমতী রিপোর্ট’। কিভাবে পরিকল্পিতভাবে একটি ঘটনাকে তথাকথিত সংবাদ মাধ্যমের একটি অংশ অতিরঞ্জিত করে দেখিয়েছিল, আসল সত্যকে ধামাচাপা দিয়েছিল।

এদিন তিনি আরও বলেন,একটা অংশের অসাধু সাংবাদিক সত্যকে চেপে রেখে প্রায় সময় অসত্য প্রকাশ করেন। কিন্তু সত্যকে চিরকাল অন্ধকারে লুকিয়ে রাখা যায় না। যেখানে ৫৯ জন কর সেবকদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। রাম মন্দির আন্দোলনের প্রেক্ষাপটে সবরমতি হত্যাকাণ্ড, এই ছবিতে গভীরভাবে তুলে আনা এক জীবন্ত ইতিহাস। প্রত্যেককেই এই ছবিটি দেখার জন্য অনুরোধ করেছেন তিনি।

আজ স্থানীয় এক প্রেক্ষাগৃহে মোহনপুর মন্ডলের সকল কার্যকর্তা, সদর গ্রামীণ জেলা সভাপতি, মন্ডল সভাপতি ও রাজ্যের বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিকদের সঙ্গে নিয়ে ছবিটি দেখে কার্যত আবেগ প্রবণ হয়ে পড়েন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *