বাসভবনে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার

জম্মু, ২২ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা শুক্রবার তাঁর জম্মুর বাসভবনে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক করেন।

বৈঠকে মন্ত্রিপরিষদের সকল মন্ত্রী উপস্থিত ছিলেন। জানা গেছে, সুষ্ঠুমত প্রশাসনিক কাজ করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ নীতি নিয়ে আলোচনা হয়েছে এদিন। প্রশাসনিক ব্যবস্থার সংস্কার নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনই বৈঠকে জনকল্যাণের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। জনগণকে উন্নত পরিষেবা দেওয়া নিয়েও আলোচনা করা হয় এদিন।