সেবি কার্যালয়ের সামনে রাজ্য কংগ্রেস কর্মী ও সমর্থকদের বিক্ষোভ সমাবেশ

কলকাতা, ২২ নভেম্বর (হি. স.) : দেশবাসীকে বাঁচাতে ও ভয়ঙ্কর দুর্নীতির হাত থেকে দেশকে রক্ষা করার আর্জি নিয়েই রাজপথে কংগ্রেস নেতৃত্ব। আদানি গোষ্ঠীর হাতে চলে গেছে কেন্দ্রীয় সরকার। এই মারাত্নক অভিযোগ কংগ্রেসের। এর পরিপ্রেক্ষিতেই রাজ্য কংগ্রেসের উদ্যোগে শুক্রবার সেবি চেয়ারম্যানের পদত্যাগ ও গৌতম আদানিকে গ্রেফতারের দাবিতে সরব দলের কর্মী ও সমর্থকরা। কলকাতার সেবি দফতরের সামনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশেই এদিন রাজ্য যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। কঠোরতম শাস্তি দাবি করা হয়েছে। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যস্তরের পদাধিকারীরা যথাক্রমে আজিতেশ পান্ডে, দীপশিখা ভৌমিক প্রমুখ। এছাড়াও তানভীর খালেক, আশুতোষ চ্যাটার্জী, জয়দীপ দত্ত, তাতা ভট্টাচাৰ্য, পার্থ ভৌমিক, আজমল খান সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন ।