BRAKING NEWS

বনদপ্তরের জায়গা বেদখল করে গাঁজা চাষ 

বক্সনগর, ২১ নভেম্বর: সিপাহীজলা জেলার বিস্তীর্ণ বনদপ্তরের জায়গা বেদখল করে গাঁজা চাষ করছেন চাষীরা। 

প্রসঙ্গত, ত্রিপুরার নেশা কারবার এবং অপরাধ কার্যকলাপ ক্ষেত্র হিসেবে সিপাহী জেলা অন্যতম শিরোপা অর্জন করেছে। সিপাহীজলা জেলার সিংহভাগ বনাঞ্চলের ধ্বংস করে গাঁজা চাষ করা হচ্ছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে নির্বিচারে বনদপ্তরের এবং রাবার কর্পোরেশনের জায়গা বেদখল করে গাজা চাষের উপযুক্ত জমি তৈরি করে নিয়েছে। ফলে ধ্বংস হচ্ছে বনভূমি, জঙ্গল। 

ওই গাঁজা চাষ এবং উৎপাদনের সঙ্গে জড়িত রয়েছেন একাংশ শাসকদলের নেতা নেত্রী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিছু অফিসার। মহকুমারের চারটি থানা সোনামুড়া, কলমচৌড়া, যাত্রাপুর,মেলাঘর, ওই সমস্ত এলাকার গ্রাম পঞ্চায়েতের সবগুলি এলাকাতে শুধু গাঁজার গাঁজা। সমাজকে রক্ষার্থে আমল অফিসার সমাজের বুদ্ধিজীবীরা ফিরিয়ে দিয়ে আসতে হবে আর তা না হলে চিরতরে পৃথিবী থেকে বিলুপ্ত হবে মানব সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *