আগরতলা, ২০ নভেম্বর: স্থান সঙ্কুলানের কারণে আটা মজুত রাখা সম্ভব হয়নি। তাই খোয়াইবাসী দূর্গোৎসবে বিনামূল্যে আটা পান নি। ফলে, আটা নিয়ে কোনো ঘোটালা হয়েছে তা ভাবা ঠিক নয়। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আটা কেলেঙ্কারির নিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন তিনি বলেন, রাজ্যের ৯.৮৪ লক্ষ রেশন কার্ড হোল্ডার পরিবারকে বিনামূল্যে ৫০০ গ্রাম সুজি, ২ কেজি ময়দা ও ১ কেজি চিনি বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই সময় খোয়াই মহকুমায় জায়গায় সঙ্কুলনের কারণে আটা মজুত করা সম্ভব হয়নি। তাই খোয়াইবাসী দূর্গোৎসবে বিনামূল্যে আটা পান নি। তাছাড়া, ৯.৮৪ লক্ষ রেশন কার্ডধারীদের জন্য অক্টোবর এবং নভেম্বর মাসে ১০ কেজি চাল বিতরণের ঘোষণা দিয়েছে।
তাঁর কথায়, খোয়াইবাসী দূর্গোৎসবে বিনামূল্যে আটা পান নি তার মানে এই নয় কেলেঙ্কারি হয়েছে। বিগত সরকার আমলে ঘোটালা হত কিন্তু বিজেপি সরকারের আমলে তা হওয়া সম্ভব নয়।