বিশ্রামগঞ্জ, ২০ নভেম্বর : পথ দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন মাঝবয়সি এক যুবক। ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পদ্মনগর সড়কে। আহত যুবকের নাম টুটন মিয়া।
প্রত্যক্ষদর্শীরা বুধবার বিকেলবেলা পদ্মনগর সড়কে রক্তমাখা অবস্থায় এক যুবককে দেখতে পেয়ে খবর দেয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে এবং আহত যুবককে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলা জিবিপি হাসপাতালের রেফার করা হয়। ঠিক কিভাবে আহত হয়েছে যুবক সেটা কেউ বলতে পারছে না।
কোন বাইক অথবা গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছে কিনা সেটাও নিশ্চিত করে বলতে পারছে না কেউ।। বিশ্রামগঞ্জ দমকল বাহিনীও বলতে পারছে না কিভাবে আহত হয়েছে টুটন মিয়া। ঘটনার অনেক পরে হাসপাতালে উপস্থিত হয় বিশ্রামগঞ্জ থানার পুলিশ। কিভাবে আহত হয়েছে যুবকটি সেই বিষয় তদন্ত করছে বলে জানিয়েছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পদ্মনগরে এলাকায়।