আগরতলা, ১৯ নভেম্বর: আবারো ত্রিপুরায় প্রবেশ দায়ে পুলিশের হাতে আটক তিন বাংলাদেশী যুবতী। তাদেরকে উত্তর জেলার ধর্মনগর রাজবাড়ী এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।
ঘটনা বিবরণে জানা গিয়েছে, গত শনিবার অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন তিন বাংলাদেশী নাগরিক। সোমবার সকালে পাঁচটার দিকে এক দালাল তাদেরকে ধর্মনগর আসার উদ্দেশ্যে বাসে বসিয়ে দেয় এবং তাদের হাতে একটি কাগজে ঠিকানা লিখে দেয়। ঠিকানা অনুযায়ী তারা ধর্মনগর রাজবাড়ি এলাকায় গিয়েছিলেন। সেখানকার স্থানীয় মানুষ তাদেরকে দেখে সন্দেহ হয়। সাথে সাথে তাঁরা ধর্মনগর থানায় খবর দিয়েছেন । খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের আটক করে ধর্মনগর থানায় নিয়ে যায়।তল্লাশিতে তাদের কাছ থেকে ৩ টি আধার কার্ড পাওয়া যায়।
এদিকে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে তাদের মধ্যে একজনের সাথে প্রেমের সম্পর্ক ছিল জলপাইগুড়ি এলাকার এক যুবককের। ওই নাবালিকা মেয়ে ওই যুবককে বিয়ে করবে বলে আসে ভারতে। ওর সাথে ওই এলাকার আরো দুই নাবালিকা মেয়েকে নিয়ে আসে ভারতে। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ।