গুয়াহাটি, ১৯ নভেম্বর : হামসফর এক্সপ্রেসে আগুনের ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছিল। কিন্তু, ওই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং যাত্রীদের নিয়ে ট্রেন বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আগরতলা-বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেসে ওই আগুন লাগার ঘটনায় পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, জরুরী ভিত্তিতে ব্রেক কষতেই ট্রেনের চাকায় অত্যাধিক ঘর্ষণ থেকে আগুনের মতো জ্বলতে দেখা গেছে। কিছু সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণে এসেছে। তাঁর দাবি, যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন এবং ট্রেন যথারীতি গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। জানা গেছে, অসমের চাপারমুখ জংশনের নিকটবর্তী স্থানে ওই ঘটনা ঘটেছে।