নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর:
ন্যারিস্ট আগরতলা চ্যাপ্টারের ১৯৮৬ সাল থেকে শুরু করে সব বছরের প্রাক্তনীরা নভেম্বর মাসের ৯ তারিখ গত শনিবারে স্থানীয় আয়ুষ গ্রামে মিলিত হয়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সিদ্ধান্ত গ্রহণ করে। এই পুনর্মিলন অনুষ্ঠানে ত্রিপুরার বাইরে কর্মরতরাও অনেকে অংশগ্রহণ করেছেন।
ন্যারিস্ট ত্রিপুরা চ্যাপ্টারের প্রাক্তনীদের সামাজিক কর্তব্য ও দায়িত্ব পালনের শুরু হয় আজ ১৭ ই নভেম্বর রবিবার সান্ধ্যনীড় বৃদ্ধাশ্রমে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদানের মাধ্যমে।
আজকের এই মহতী অনুষ্ঠানে প্রাক্তনীদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আধিকারিক দ্বিপজয় সরকার, সপ্তর্ষি পাল, স্টেট ব্যাংকের রজত কান্তি সাহা, আয়ুষ গ্রামের স্বত্বাধিকারী বিশ্বনাথ দাস, জিকো দাস, তন্ময় দাস, জন দেববর্মা, বিশ্বজিৎ ভৌমিক, প্রসেনজিৎ সাহা সহ আরো অনেক ন্যারিস্টের প্রাক্তনীরা।
আয়োজকদের তরফে আগামীদিনেও এই ধরনের আরও সামাজিক ক্রিয়াকর্ম সংগঠিত করার অঙ্গীকার করা হয়।