দুবাই, ১৭ নভেম্বর (হি.স.): আসন্ন ২০২৫ দ্বিতীয় মহিলা অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ শনিবার রাতে প্রকাশ করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এবারের প্রতিযোগিতা হবে মালয়েশিয়ায় ১৮ জানুয়ারি থেকে। এবারও খেলবে ১৬ দল। দলগুলোকে ভাগ করা হয়েছে চার গ্রুপে। ১৬টি দল থেকে সেরা ৬ দল যাবে সুপার সিক্স -এ । এরপর হবে দুই সেমিফাইনাল। ২ ফেব্রুয়ারি ফাইনাল।
২০২৫ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ:
গ্রুপ ‘এ’: ভারত, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, মালয়েশিয়া।
গ্রুপ ‘বি’: পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড।
গ্রুপ ‘সি’: নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, স্যামোয়া, নাইজেরিয়া।
গ্রুপ ‘ডি’: বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নেপাল, স্কটল্যান্ড।
প্রথম আসর ২০২৩ এর ২৯ জানুয়ারি পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে হয়েছিলl মহিলা অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড। ভারত ৭ উইকেটে জয় পেয়েছিল। ফাইনালে সেরা হয়েছিলেন তিতাস সাধু।