BRAKING NEWS

তিপ্রাল্যান্ড ইস্যুতে বিস্ফোরক স্টেট ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান

আগরতলা, ১৭ নভেম্বর : ২০২৩ সালে স্টেট হুড ডিমান্ড কমিটি গঠন করা হয়েছিল। এখন সেই কমিটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। দলের নাম দেওয়া হয়েছে স্টেট ডেমোক্রেটিক পার্টি। নতুন রাজনৈতিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অমূল্য রিয়াং এবং সাধারণ সম্পাদক হলেন জাম্পু দেববর্মা। পার্টির চেয়ারম্যান হয়েছেন অঘোর দেববর্মা।

চেয়ারম্যান অঘোর দেববর্মা সংবাদ মাধ্যমের সম্মুখে বলেন, রাজ্যে জনজাতিদের ঠকানো হচ্ছে। কখনো গ্রেটার তিপরাল্যান্ড আবার কখনো তিপরাল্যান্ডের দাবি নিয়ে সবই রাজনীতি করছে। এই সবকিছুই মন্ত্রীত্ব পাওয়ার জন্য হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি আরো বলেন, পাহাড়ের জনজাতিদের নিয়ে রাজনীতির খেলায় মেতেছেন প্রদ্যুত কিশোর দেববর্মা। তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্মা মূল দাবি থেকে পিছিয়ে গেছেন বলেও দাবি করেন দলের চেয়ারম্যান।

প্রদ্যুতকে উদ্দেশ্য করে তিনি বলেন, “ যত পারো ঠকিয়ে যাও, তিপ্রাসা নির্মূল হওয়া অবধি ঠকিয়ে যাও।”

চেয়ারম্যান অঘোর দেববর্মা স্টেট ডেমোক্রেটিক পার্টি দলের উদ্দেশ্য নিয়ে বলেন, এই দল বাঙালি বিরোধী নয়। কিন্তু বাঁচার ক্ষেত্রে সংগ্রাম করতে গিয়ে গনতান্ত্রিক উপায়ে তিপ্রাসাদের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দাবি আদায়ে এই দল আন্দোলন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *