অশান্ত মণিপুর, পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য সফরে আসছেন সিআরপিএফ-প্রধান, খবর সূত্রের

ইমফল, ১৭ নভেম্বর (হি.স.) : ক্রমবর্ধমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে মণিপুর সফরে আসছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ডিরেক্টর জেনারেল অনীশ দয়াল সিং। মণিপুর সফরে এসে তিনি পরিস্থিতির খোঁজ নিয়ে রাজ্যে নিয়োজিত সিআরপিএফকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন, জানা গেছে এক বিশেষ সূত্রে।

সূত্ৰটি জানিয়েছে, মূলত গত ১৬ নভেম্বর জিরিবাম জেলায় জঙ্গিদের হাতে অপহৃত ছয়টি মৃতদেহ উদ্ধারের পর রাজ্যের বেশ কয়েকজন বিধায়ক ও মন্ত্রী, এমন-কি মুখ্যমন্ত্রীর বাসভবনে হামলা চালিয়েছিল বিক্ষোভকারী। এ সব ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ছে উত্তেজনা হামলা। সার্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ-প্রধান রাজ্য সফরের সিদ্ধান্ত নিয়েছেন৷

এখানে উল্লেখ করা যেতে পারে, গতকাল রাতে রাজধানী শহর ইমফল ফ্ল্যাশপয়েন্টে পরিণত হয়েছিল। বিক্ষুব্ধ জনতা ছাগলবন্দের বিধায়ক সপাম কুজাকেশ্বর, পাটসোইয়ের বিধায়ক সাপাম নিশিকান্ত এবং পরিষদীয় মন্ত্রী ডা. সপাম রঞ্জন সিং সহ আরও কয়েকজন বিধায়কের বাড়িতে হামলার চেষ্টা করেছিল। তারা মুখ্যমন্ত্রী বীরেন সিঙের সরকারি আবাসেও হামলা করারও আপ্রাণ চেষ্টা করে। বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা সে সময় বহু সম্পত্তির ক্ষতি করেছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষও হয়েছে বিক্ষোভকারীদের।