BRAKING NEWS

শিশু দিবসের দিন শ্রীনগরের স্কুলে আগুন, সমস্ত শিক্ষার্থী সুরক্ষিত

শ্রীনগর, ১৪ নভেম্বর (হি.স.): শিশু দিবসের দিন শ্রীনগরে আগুন লাগল একটি স্কুলে। বৃহস্পতিবার দুপুরে শ্রীনগরের রাজবাগ এলাকায় অবস্থিত মুসলিম পাবলিক স্কুলে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে।

বিভাগীয় দমকল অফিসার জোরাওয়ার সিং বলেছেন, “আমরা সাড়ে বারোটা নাগাদ আগুন লাগার খবর পেয়েছি। আমরা যখন পৌঁছলাম, মুসলিম পাবলিক স্কুলের উপরের তলা আগুনে পুড়ে যায়। শিক্ষার্থী ও শিক্ষকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছিল। সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। আগুন নিভিয়ে ফেলা হয়েছে। আগুন অন্য কোথাও ছড়িয়ে পড়েনি, শুধু ভবনের উপরের তলা পুড়ে গেছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

শ্রীনগরের স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় জম্মু ও কাশ্মীরের শিক্ষামন্ত্রী সাকিনা মাসুদ বলেছেন, “আমরা এখনও পর্যন্ত আগুনের কারণ নির্ণয় করতে পারিনি। সমস্ত শিক্ষার্থী ও কর্মচারী নিরাপদ এবং উদ্ধার করা হয়েছে।” ঘটনাচক্রে বৃহস্পতিবারই শিশু দিবস। আর এদিনই আগুন লাগল শ্রীনগরের স্কুলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *