নাসিক, ১৪ নভেম্বর (হি.স.): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ির, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পরে এ বার নির্বাচন কমিশনের নিশানায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাসিকে ভোট-প্রচারে যাওয়ার সময় খাড়গের হেলিকপ্টারে তল্লাশি করেন কমিশনের আধিকারিকরা।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “মহারাষ্ট্রের পরিবেশ ভালো। কংগ্রেস এবং এমভিএ জিততে চলেছে। রাহুল গান্ধী যখন আসবেন, তখন আশেপাশের আরও ২-৪টি নির্বাচনী এলাকাও উপকৃত হবে।” ঘটনাচক্রে, গত ৪ দিনে এই নিয়ে মহারাষ্ট্রে ৪ জন হেভিওয়েট নেতার কপ্টারে নির্বাচন কমিশনের তল্লাশি হল।