আসুনসিওন, ১৩ নভেম্বর(হি.স.): আর্জেন্টিনা ১৫ নভেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে প্যারাগুয়ের মাঠে প্যারাগুয়েরই বিরুদ্ধে। এই ম্যাচ দেখতে এদিন অনেকেই মাঠে আসবেন মেসির খেলা দেখতে।
তবে এদিন যেসব প্যারাগুইয়ান মেসি–ভক্ত খেলা দেখতে মাঠে আসবেন, তাঁদের জন্য প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন মঙ্গলবার এক নতুন নির্দেশ জারি করেছে। নির্দেশে বলা হয়েছে ‘মেসি ১০’ লেখা জার্সি তো বটেই, এমনকি আর্জেন্টিনার জার্সি পরেও ঢুকতে পারবেন না কোনও দর্শক। প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া বলেছেন, “আমরা এরই মধ্যে এ নিয়ে স্থানীয় পর্যায়ে সতর্কবার্তা দিয়েছি। আমরা প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া গ্যালারির স্বাগতিক সমর্থকদের অংশে প্রবেশের অনুমতি দেব না। প্রতিপক্ষের জার্সি পরে যারা মাঠে আসবেন তারা মাঠে প্রবেশ করতে পারবেন না।”