চন্দ্রপুর, ১২ নভেম্বর (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। মঙ্গলবার মহারাষ্ট্রের চন্দ্রপুরে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কংগ্রেস আদিবাসী সমাজকে জাতিতে বিভক্ত করে দুর্বল করতে চায়। প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমাদের দেশে আদিবাসী জনসংখ্যা প্রায় ১০ শতাংশ। কংগ্রেস আদিবাসী সমাজকে জাতিতে বিভক্ত করতে চায় এবং তাঁদের দুর্বল করতে চায়।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কংগ্রেস চায় আপনারা অভ্যন্তরীণভাবে লড়াই করুন এবং নিজেদের মধ্যে ঐক্য ভেঙে দিন… যদি আদিবাসী সমাজ জাতিতে বিভক্ত হয়ে যায়, তবে কংগ্রেস তাঁদের পরিচয় এবং শক্তি শেষ করে দেবে। কংগ্রেসের শেহজাদা এমনটাই ঘোষণা করেছে বিদেশে… আমরা কংগ্রেসের ষড়যন্ত্রের অংশ হব না এবং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এক রহেঙ্গে তো নিরাপদ রহেঙ্গে।”