দেশকে দুর্বল করার কোনও সুযোগই ছাড়ছে না কংগ্রেস ও আঘাড়ি : নরেন্দ্র মোদী 

চন্দ্রপুর, ১২ নভেম্বর (হি.স.): দেশকে পিছিয়ে দেওয়ার ও দুর্বল করার কোনও সুযোগই ছাড়ছে না কংগ্রেস ও আঘাড়ি। তীব্র আক্রমণ করে বললেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মহারাষ্ট্রের চন্দ্রপুরে চিমুরে এক নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, মহাযুতি সরকার কী গতিতে কাজ করে এবং আঘাড়ির এই দল কীভাবে কাজ বন্ধ করে দেয়, তা চন্দ্রপুরের মানুষের চেয়ে ভাল কেউ জানে না। এখানকার মানুষ কয়েক দশক ধরে রেল সংযোগের দাবি জানিয়ে আসছিল, কিন্তু কংগ্রেস ও আঘাড়ি কখনোই এই কাজ করতে দেয়নি।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “মহারাষ্ট্রের দ্রুত উন্নয়ন, আঘাড়ির মানুষজন করতেই পারবে না। তাঁরা উন্নয়নের ব্রেক ফেল করার ক্ষেত্রে পিএইচডি করেছে। কাজ আটকানো, দেরি করা এবং অন্যত্র সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কংগ্রেসের লোকজন ডবল পিএইচডি করেছে। তাই মনে রাখতে হবে, আঘাড়িই দুর্নীতির সবচেয়ে বড় খেলোয়াড়!