মায়ামিতে ৫ ডিসেম্বর ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর ড্র পর্বের প্রতিপক্ষ নির্বাচন করবে

লুসান, ১২ নভেম্বর (হি.স.) : সোমবার লুসানে ফিফা বিশ্বকাপের পক্ষ থেকে ঘোষণা করা হয় বিশ্বের সেরা ফুটবল ক্লাবগুলি ৫ ডিসেম্বর মিয়ামিতে ড্র ৩২-ক্লাবের ফিফা ক্লাব বিশ্বকাপের উদ্বোধীনীর জন্য তাদের গ্রুপ পর্বের প্রতিপক্ষ নির্বাচন করবে।

ভারতীয় সময় সন্ধ্যা ছটায় এই ড্র শুরু হবে। চারটি দলের আটটি গ্রুপ নির্ধারণ হবে। ১৫ জুন থেকে ১৩ জুলাই আমেরিকাতে টুর্নামেন্টে হবে।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি স্থানে থাকা ১৬টি ক্লাব ১৬ রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত নকআউট পর্বের জন্য যোগ্যতা অর্জন করবে।

প্রতি চার বছর পর পর টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে ফিফা। ২০২৯ সংস্করণের জন্য এখনও কোনও হোস্ট বেছে নেওয়া হয়নি।