কল্যাণপুর, ১২ নভেম্বর : দীর্ঘ দিন ধরে বিদ্যুৎ সমস্যায় ভুগছেন কল্যাণপুরবাসী। অবশেষে আজ অতিষ্ঠ হয়ে নিগমের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী।
ঘটনার বিবরণে এলাকাবাসীর জানিয়েছেন, ঘিলাতলী এলাকায় বিদ্যুৎ থাকেই না। বারবার নিগমের মূল অফিসে জানানোর পর এমন কি লিখিত ভাবে অভিযোগ জানানোর পরেও দপ্তরের কোন হেলদোল নেই। এলাকাবাসী সাফ জানান, বিদ্যুৎ এলে তবে কল অফিস এর তালা খুলে হেল্পার অজিত দেবনাথকে ছাড়া হবে। যদিও এলাকাবাসীকে অজিত দেবনাথ একাধিক বার বুঝানোর চেষ্টা করেন যে এই বিদ্যুৎ সমস্যায় কল অফিসেট কোন ভূমিকাই নেই। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন নিগমের ম্যানেজার বিশ্বজিৎ রিয়াঙ। তিনি এসে এলাকাবাসীকে বোঝান যে তোতাবাড়ী এলাকায় পরিবাহী তার ছিড়ে পরাতেই এই বিপত্তি। অনেক বুঝানোর পর এলাকাবাসী অফিসের তালা খুলে হেল্পার অজিত দেবনাথকে মুক্ত করেন।
ম্যানেজার বিশ্বজিৎ রিয়াঙ জানান, এই এলাকাটি কমলনগর ফিডারের অধীন। একবার বাঘবের এলাকায় পরিবাহী তার ছিড়ে পরে। সোমবার রাতে আবার তোতাবাড়ী এলাকায় পরিবাহী তার ছিড়ে পরে। বাতাস নেই। বৃষ্টি নেই। এরপর ও এমন ঘন ঘন পরিবাহী তার ছিড়ে পরা কেন তার কোন উত্তর নিগম থেকে পাওয়া যায় নি।