BRAKING NEWS

“সাংস্কৃতিক জাতীয়তাবাদের পথিকৃৎ”, পন্ডিত মদন মোহন মালব্যকে শ্রদ্ধা অমিত শাহর

কলকাতা, ১২ নভেম্বর (হি.স.): “সাংস্কৃতিক জাতীয়তাবাদের পথিকৃৎ পন্ডিত মদন মোহন মালব্যের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।” মঙ্গলবার পন্ডিতজিকে এই ভাষায় শ্রদ্ধা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিতবাবু এক্সবার্তায় লিখেছেন, “ভারতরত্ন পণ্ডিত মদন মোহন মালব্য জি একদিকে যেমন আধুনিক শিক্ষা ব্যবস্থাকে সনাতন ঐতিহ্যের সাথে সংযুক্ত করার ক্ষেত্রে অমূল্য অবদান রেখেছিলেন, অন্যদিকে তিনি সারা জীবন সাম্য ও সামাজিক ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। দেশবাসীর মধ্যে জাতির প্রতি গর্ববোধ জাগিয়ে তোলা ‘মহামনা’–র জীবন মেরু নক্ষত্রের মতো জাতি গঠনের পথে দিশা দেখাতে থাকবে।”

প্রসঙ্গত, মদনমোহন মালব্য (১৮৬১—১৯৪৬) ছিলেন একজন শিক্ষাবিদ ও রাজনীতিবিদ। তিনি ছিলেন স্বাধীনতা আন্দোলনের এক বিশিষ্ট নেতা ও জাতীয় কংগ্রেসের চার বারের সভাপতি। তাঁকে ‘মহামনা’ সম্মানে ভূষিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *