নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১১ নভেম্বর:
স্বচ্ছতাই সেবা এই মূল ভাবনাকে সামনে রেখে আজ থেকে সাত দিনব্যাপী জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবির শুরু হয় বিলোনিয়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে। এই শিবিরের উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, পুর পরিষদের শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী সহ অন্যান্য অতিথিগন।
আলোচনা রাখতে গিয়ে অতিথিরা বলেন ছাত্রীদের মধ্যে সেবার মানসিকতা গড়ে তুলতে জাতীয় সেবা প্রকল্প অনন্য ভূমিকা পালন করে। তাই বর্তমানে সেবা প্রকল্পের এই ধরনের শিবির যথেষ্ট গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে বাল্যবিবাহ এবং নেশা সমাজকে ধ্বংস করছে তাই এই বিষয়ে সমাজ সংস্কার করতে সকলকে দায়িত্ব নিতে হবে। আর সেবা প্রকল্পের সাথে যুক্ত ছাত্রছাত্রীরা এই বিষয়ে একজনই ভূমিকা পালন করতে পারে। সাতদিন ব্যাপী এই বিশেষ শিবিরে স্বচ্ছতা অভিযান ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার মাধ্যমে ছাত্রীদের সচেতন করে তোলা হবে। মোট ৫০জন ছাত্রী এই জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবিরে অংশ নেয়।