নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.) : ভোট পরবর্তী হিংসায় প্রথম জামিন। বড় ধাক্কা খেল সিবিআই। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে যে একাধিক হিংসার ঘটনা ঘটেছিল, তা নিয়েই মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলাতেই এবার প্রথম জামিন। ৪ অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট।
ভোট পরবর্তী হিংসা মামলায় ৩ বছর পর সুপ্রিম কোর্টে জামিন পেলেন নদিয়ার চার অভিযুক্ত। ২০২১ সালে বাংলায় বিধানসভা নির্বাচনের পর হিংসার অভিযোগে এদের গ্রেফতার করেছিল সিবিআই। সেই মামলায় অবশেষে জামিন পেলেন কৃষ্ণনগরের কোতোয়ালি থানার বাসিন্দা আপ্পু মুখোপাধ্যায় ওরফে বাবুসোনা, আজহার শেখ, রাজেন্দ্র শর্মা, সুরেশ পারসি ওরফে লালা।
শুধু তাই নয়, এই মামলায় তদন্ত প্রক্রিয়া নিয়ে আদালতের তোপের মুখে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
একুশের বিধানসভা ভোটে বড়সড় ব্যবধানে জয়ী হয় তৃণমূল। তৃণমূল তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগ ওঠে। অধিকাংশ ক্ষেত্রেই অত্যাচারের অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা। মূলত বিজেপি।
এর পর কলকাতা হাই কোর্টে একের পর এক মামলা দায়ের হয়। পরবর্তীতে কলকাতা হাই কোর্ট খুন, ধর্ষণের মতো ঘটনার তদন্তভার দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। দীর্ঘদিন ধরে চলছে সেই মামলা।
সোমবার সুপ্রিম কোর্টে জামিনের বিরোধিতা করে সিবিআই। নির্বাচন পরবর্তী মামলায় সিবিআই এর তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুর বক্তব্য, এরা প্রত্যেকেই খুনের আসামী। এ ধরনের আসামীদের জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। শীর্ষ আদালতে সিবিআই বলে, “অভিযুক্তরা অস্ত্র ব্যবহার করেছে। একজনের বুলেট আঘাত রয়েছে”।
তবে দীর্ঘ তিন বছর কেটে যাওয়ার পরও বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় এবং তিন বছর ধরে অভিযুক্তরা জেলে থাকার কারণেই জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, “তিন বছর ধরে অভিযুক্তরা জেলে আছে। ৭৩ জন প্রত্যক্ষদর্শীর মধ্যে এতদিনে মাত্র ৬ জনের বয়ান রেকর্ড করা হয়েছে”। এই পর্যবেক্ষণের ভিত্তিতেই জামিন মঞ্জুর করেছেন বিচারপতি অভয় এস ওকা এবং অগাস্টিন জর্জ মসিহ।