ঝাজ্জার, ১০ নভেম্বর (হি. স.) : রবিবার হরিয়ানার সাম্পলা রোডের জোন্ধি রামপুরা গ্রামের কাছে সামনে থেকে আসা একটি ট্রাক্টরের সাথে একটি দ্রুতগামী পিকআপ গাড়ির সংঘর্ষে তিনজন নিহত এবং আটজন আহত হন। আহত সবাইকে রোহতক পিজিআই-তে ভর্তি করা হয়েছে। তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার ২১ জন লোক একটি পিকআপে করে ঝাজ্জার জেলার জাহাজগড় মাজরা গ্রামে যাচ্ছিলেন। রামপুরা গ্রামের কাছে ঝাজ্জার থেকে আসা লোহার রড বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে সাম্পলা থেকে আসা পিকআপটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পিকআপটি উল্টে যায়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে শোরগোল পড়ে যায়। স্থানীয় লোকজন পিকআপ থেকে লোকজনকে বের করে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঝাজ্জার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ১০ জনকে ঝাজ্জর সিভিল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসকরা মোরাদাবাদের সম্বল এলাকার কানুধামপুর গ্রামের ক্রান্তি কুমার (৫০), শাহপুর গ্রামের মুখতারি দেবী (৫০) ও তাদের মেয়ে কনক (১৩)কে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহতদের পন্ডিত ভগবত দয়াল শর্মা পিজিআই, রোহতকে রেফার করা হয়েছে। পুলিশ নিহতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।