আজ ৮টি বিশেষ ট্রেন চলছে; ত্রিপুরার জন্য দুটি
আগরতলা, ১০ নভেম্বর:
ছট উৎসবের জন্য রেলওয়ে স্টেশনগুলিতে যাত্রীদের ভিড়ের প্রতি লক্ষ্য রেখে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে ১০ নভেম্বর, ২০২৪ তারিখে আটটি স্পেশাল ট্রেন পরিষেবা পরিচালন করছে। আজ ৮টি বিশেষ ট্রেন এর মধ্যে ত্রিপুরা থেকে অতিরিক্ত দেওয়া হয়েছে দুটি ট্রেন – এরমধ্যে রয়েছে আগরতলা-রানি কমলাপতি ট্রেন (ভোপাল) এবং আগরতলা-ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস (মুম্বাই)।
১০ নভেম্বর, ২০২৪ তারিখের জন্য স্পেশাল ট্রেনগুলো হলো :
1) ট্রেন নং. ০৫৭৪৪ (কাটিহার-ছাপড়া) স্পেশাল কাটিহার থেকে ১৬:০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০০:২০ ঘণ্টায় ছাপড়া পৌঁছবে।
2) ট্রেন নং. ০৭৫৪১ (কাটিহার-দৌরাম মধেপুরা) স্পেশাল কাটিহার থেকে ১৯:০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ২২:০০ ঘণ্টায় দৌরাম মধেপুরা পৌঁছবে।
3) ট্রেন নং. ০৭৫৪০ (কাটিহার-মনিহারী) স্পেশাল কাটিহার থেকে ২০:৩০ ঘণ্টায় রওনা দিয়ে ২১:৩০ ঘণ্টায় মনিহারী পৌঁছবে।
4) ট্রেন নং. ০৫৭৪২ (নিউ জলপাইগুড়ি-গোমতি নগর) স্পেশাল নিউ জলপাইগুড়ি থেকে ০৮:০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০৭:১৫ ঘণ্টায় গোমতি নগর পৌঁছবে।
5) ট্রেন নং. ০১৬৬৬ (আগরতলা-রানি কমলাপতি)স্পেশাল আগরতলা থেকে ১৭:২০ ঘণ্টায় রওনা দিয়ে ১২ নভেম্বর, ২০২৪ তারিখে ১৬:৩৫ ঘণ্টায় রানি কমলাপতি পৌঁছবে।
6) ট্রেন নং. ০৫৮৩১ (রাঙাপাড়া নর্থ-প্রয়াগরাজ) স্পেশাল রাঙাপাড়া নর্থ থেকে ০৯:০০ ঘণ্টায় রওনা দিয়ে ১১ নভেম্বর, ২০২৪ তারিখে ১২:৪০ ঘণ্টায় প্রয়াগরাজ পৌঁছবে।
7) ট্রেন নং. ০৫৬৭২ (আনন্দ বিহার টার্মিনাল-গুয়াহাটি) স্পেশাল আনন্দ বিহার টার্মিনাল থেকে ২৩:৪৫ ঘণ্টায় রওনা দিয়ে ১০ নভেম্বর, ২০২৪ তারিখে ১৪:১৫ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে।
8) ট্রেন নং. ০১০৬৬ (আগরতলা-ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস) স্পেশাল আগরতলা থেকে ১৫:১০ ঘণ্টায় রওনা দিয়ে ১৩ নভেম্বর, ২০২৪ তারিখে ০৮:২৫ ঘণ্টায় ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস পৌঁছবে।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কপিঞ্জল কিশোর শর্মা এক বিবৃতিতে জানান, উৎসবের এই মরশুমে যাত্রীদের সুবিধার্থে রেল স্টেশনগুলিতে ব্যাপক ব্যবস্থা করা হয়েছে। ট্রেনে যাত্রীদের সহজ ওঠা-নামা করার জন্য রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) পক্ষ থেকে স্টেশনগুলিতে সংগঠিত ও স্মুথ বোর্ডিং ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
যাত্রীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে পাবলিক অ্যানাউন্সমেন্ট ব্যবস্থা, ট্রেন ডিসপ্লে বোর্ড, সিটিং এরিয়া ও সিসিটিভি ক্যামেরা সহ নির্ধারিত ওয়েটিং এরিয়ার ব্যবস্থা করা হয়েছে।
ট্রেন চলাচল সম্পর্কিত আপডেটেড বিবরণ ও তথ্যের জন্য যাত্রীদেরকে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্ম দেখার জন্য অনুরোধ জানিয়েছে এন এফ রেলওয়ে।