মুম্বই, ১০ নভেম্বর (হি.স.): রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ মুম্বইতে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি-র ইস্তেহার প্রকাশ করেছেন।
এদিন অমিত শাহ বলেন যে, এই ইস্তেহারে বয়স্ক পেনশন প্রাপকদের ২১০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের ১৫ হাজার টাকা বেতন এবং বীমা কভারেজ প্রদান, ২৫ লক্ষ চাকরি তৈরি এবং ১০ লক্ষ ছাত্রকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নারী নিরাপত্তায় ২৫ হাজার মহিলাকে পুলিশ বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। কৃষকদের ঋণ মকুব করা হবে। রাজ্যের গ্রামীণ এলাকার ৪৫ হাজার গ্রামে রাস্তা তৈরি করা হবে বলেও জানান তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বলেছেন যে মহারাষ্ট্রকে প্রযুক্তি, উত্পাদন এবং উদ্ভাবনের ক্ষেত্রে একটি বৈশ্বিক হাব করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হবে। ‘মেক ইন মহারাষ্ট্র’ কৌশল বাস্তবায়ন করা ভারতের শীর্ষস্থানীয় উত্পাদনকারী রাজ্য হিসাবে মহারাষ্ট্রের অবস্থানকে শক্তিশালী করবে। মহারাষ্ট্র একটি বিশ্বব্যাপী ফিনটেক এবং কৃত্রিম বুদ্ধিমত্তাধারী রাজ্যে পরিণত হবে। এ জন্য বিশ্বব্যাপী ফিনটেক কোম্পানিগুলোকে আকৃষ্ট করার পরিবেশ তৈরি করা হবে এবং আর্থিক প্রযুক্তিতে নতুন ধারণাকে উৎসাহিত করা হবে।