মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পুলিশের দ্রুত পদক্ষেপে বাড়ি ফিরলো নিখোঁজ কিশোরী ছাত্রী

আগরতলা, ৯ নভেম্বর: মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে প্রায় ১ মাস বাদে নিখোঁজ কিশোরী মেয়েকে কাছে পেলেন মা বাবা। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার কঠোর নির্দেশের পরপরই নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে তৎপর হয় পুলিশ। এরপরই দ্রুত নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সিপাহীজলা জেলার সোনামুড়া থানা এলাকায় এই ঘটনা।

বরাবরই রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি। স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কোন ধরণের ঢিলেমি বরদাস্ত না করার আদেশ দিয়েছেন তিনি। যে কারণে পুলিশও আইন শৃঙ্খলা ও শান্তি সম্প্রীতি রক্ষায় তৎপর হয়ে উঠে। আর এবার এক নিখোঁজ মেয়েকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা করে দিয়ে অসহায় মা বাবার মুখে হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী।

সূত্রে জানা যায়, সোনামুড়া থানা এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের দশম শ্রেণীতে পাঠরত এক ছাত্রী নিখোঁজ হয়ে যায়। গত ৮ অক্টোবর থেকে নিখোঁজ ছিল এই ছাত্রী। যথারীতি ঘটনাটি নিয়ে পুলিশকেও অবহিত করেন ওই ছাত্রীর অভিভাবকগণ। এরমধ্যে গত ৬ নভেম্বর নিখোঁজ ছাত্রীর বাবা মেয়েকে খুঁজে পাওয়ার আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীর সাপ্তাহিক কার্যক্রম “মুখ্যমন্ত্রী সমীপেষু”তে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। পুরো বিষয়টি জানার পরই মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা তৎক্ষনাৎ সিপাহীজলা জেলা সুপারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দেন। এরপরই পুলিশ দ্রুত তদন্ত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। জানা যায়, বৃহস্পতিবারই পুলিশ নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করে মা বাবার হাতে তুলে দেয়। এতে মুখে হাসি ফুটে অসহায় পরিবারটির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *