নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): এমনিতেই বায়ুদূষণে নাজেহাল অবস্থা রাজধানী দিল্লিতে, বাতাসের গুণগতমান দিন দিন খারাপ হচ্ছে, তার মধ্যে যমুনা নদীর জল এখনও খারাপ! দিল্লিতে যমুনার জলে শনিবারও দূষণের দৃশ্য ধরা পড়ল। বিগত কয়েকদিনের মতো শনিবারও দেখা যায়, যমুনার জল সাদা ফেনায় ঢেকে গিয়েছে।
এদিন সকালেও রাজধানী দিল্লি ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে যায়। বাতাসের গুণগতমানও নীচের দিকে নেমে যায়। এই দূষণের মধ্যেই যমুনা নদীর জলে দেখা গেল বিষাক্ত ফেনা। দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকায় দেখা যায়, যমুনার জলে বিষাক্ত ফেনা ভেসে বেড়াচ্ছে। যা রীতিমতো চিন্তাজনক।