কলকাতা, ৯ নভেম্বর (হি.স.): শনিবার বিকেলে কলেজ স্কোয়্যার থেকে শুরু হয় মিছিল। গন্তব্য ধর্মতলা। উদ্যোক্তা জুনিয়র ডক্টর্স ফ্রন্ট, জয়েন্ট ডক্টর্স প্ল্যাটফর্ম এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ডক্টর্স ফোরাম। শামিল নাগরিক সমাজও।
আন্দোলনকারী চিকিৎসকদের হাতে প্ল্যাকার্ডের পাশাপাশি ছিল ভারতের সংবিধান। সামনের সারিতে ন্যায়ের মূর্তি হাতে এগিয়ে যান জুনিয়র ডাক্তাররা।
নির্যাতিতার জন্য ন্যায়বিচার-সহ ১০ দফা দাবিতে ধর্মতলায় অনশন করেছিলেন জুনিয়র ডাক্তারেরা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও চলেছিল অনশন। সেই অনশনকারী চিকিৎসকেরাও ছিলেন শনিবারের মিছিলে।
কলেজ স্কোয়্যারে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাশাপাশি জড়ো হন সাধারণ মানুষ। মিছিলে যোগদানকারীদের অনেকেই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড, পোস্টার, যেখানে লেখা, ‘বিচার চাই’।