আগরতলা, ৮ নভেম্বর: ত্রিপুরায় মৎস চাষের মাধ্যমে বেকারদের কমসংস্থানের ব্যবস্থা করাই একমাত্র লক্ষ্য ত্রিপুরা সরকারের। আজ গোর্খাবস্তিস্থিত মৎস্য অধিকর্তা অফিসে রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠকে একথা বলেন মন্ত্রী সুধাংশু দাস।
এদিন তিনি বলেন, মত্স দপ্তরের সকল দায়িত্বপ্রাপ্ত অফিসারদের নিয়ে এক পর্যালোচনার বৈঠকের আয়োজন করা হয়েছে।মূলত এই বৈঠকে পরিমাণে মাছের উৎপাদন বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়েছে।তাছাড়া, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যে কাজ গুলি চলছে তা কোন পর্যায়ে রয়েছে তা নিয়েও আলোচনা করা হয়েছে।
এদিন তিনি বলেন, ত্রিপুরায় ভয়াবহ বন্যায় মৎস চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। তাঁদের ক্ষতিপূরণে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। বন্যায় রাজ্যের মৎস্য চাষীদের ক্ষতি হয়েছে ১৩৫০ কোটি টাকা। রাজ্য সরকার আপাতত মাত্র ১০ কোটি টাকা সহযোগিতা করেছে।
তাঁর কথায়, রাজ্যে প্রতিবছর প্রায় ১ লক্ষ ১৬ হাজার মেট্রিক টনের মতো মাছের চাহিদা রয়েছে। তার অনুপাতে মাছের উৎপাদন ৮৩ হাজার মেট্রিক টন রয়েছে। প্রায় ৩২ হাজার মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে তা পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধপ্রদেশ এবং কিছুটা বাংলাদেশ থেকে আসে। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। তাছাড়া, মাছের ক্ষেত্রে সাধারণ মানুষের চাহিদা মেটানোর জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা নিয়েও পর্যালোচনার বৈঠকের আলোচনা করা হয়েছে।