BRAKING NEWS

মার্শাল দিয়ে জম্মু ও কাশ্মীর বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের বের করে দেওয়া গণতন্ত্রের হত্যা: মুখ্যমন্ত্রী সাই

রায়পুর, ৮ নভেম্বর (হি.স.): ফের ধুন্ধুমার পরিস্থিতি জম্মু ও কাশ্মীর বিধানসভায়। ৩৭০ ধারা নিয়ে শুক্রবারও অশান্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীর বিধানসভা। রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন শাসক ও বিরোধী দলের বিধায়করা। আওয়ামী ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখকে মার্শালরা বিধানসভা থেকে বের করে দেন। বিজেপি বিধায়করা ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে থাকেন।

জম্মু ও কাশ্মীর বিধানসভার স্পিকার আবদুল রহিম রাথেরের নির্দেশে, যে সমস্ত বিধায়করা বিধানসভার ওয়েলে নামেন, তাঁদের মার্শালরা বের করেন দেন। এই ঘটনাকে গণতন্ত্রের হত্যা বলে উল্লেখ করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই।

তিনি বলেন যে, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা অপসারণ হয়েছে, জম্মু ও কাশ্মীরে সমৃদ্ধি এসেছে, সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং সন্ত্রাসবাদের ঘটনা ৭০ শতাংশ কমে গেছে। বিদেশী নাগরিকদের এখানে আসা ৩০০ শতাংশ বেড়েছে। তিনি এও বলেন যে, জম্মু ও কাশ্মীরের বাজেট ১০০ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় সরকার ৮০ হাজার কোটি টাকার একটি বিশেষ প্যাকেজ দিয়েছে এবং ৫৬ হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছে। কেন্দ্র ৩৭০ ধারা অপসারণের ফলেই এত উন্নতি হয়েছে। এগুলো কংগ্রেস পছন্দ করছে না।

মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই বলেছেন যে বিজেপি বিধায়কদের যেভাবে এদিন মার্শালরা বিধানসভা থেকে বের করে দিয়েছে তা গণতন্ত্রের হত্যা। দেশের জনগণ অবশ্যই এর জবাব দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *