নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্টের সাত সদস্যের বেঞ্চ। এই বিশ্ববিদ্যালয়টি সংখ্যালঘু তকমা পেতে পারে না, এলাহাবাদ হাইকোর্টের সেই নির্দেশকে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের সাংবিধানিক বেঞ্চ। এই নির্দেশের পক্ষে একমত হন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সহ চারজন বিচারপতি। ভিন্নমত পোষণ করেন বাকি তিন বিচারপতি। তবে শুক্রবার সুপ্রিম কোর্ট এও জানিয়ে দিয়েছে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু তকমা পাবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে পৃথক তিন সদস্যের বিচারপতির বেঞ্চ। কোন মাপকাঠিতে, কী যোগ্যতার বিচারে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়টি সংখ্যালঘু তকমা পাবে সেই বিষয়ের সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্টের পৃথক তিন সদস্যের বিচারপতির বেঞ্চই।