আগরতলা, ৮ নভেম্বর : কদমতলার দীর্ঘ দিনের এতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত করেছিল শাসক দল বিজেপি। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্তের বিরুদ্ধে লড়াই করতে হবে। আজ ক্ষতিগ্রস্ত কদমতলা বাজার পরিদর্শনে গিয়ে এমনটাই অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের পুলিটব্যুরোর সদ্যস মানিক সরকার।
আজ বাং প্রতিনিধি দোলে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের পুলিটব্যুরোর সদ্যস মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিপিএম নেতা পবিত্র কর, মানিক দে সহ অন্যানরা।
এদিন পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, সামান্য চাঁদা আদায়কে কেন্দ্র করে ধ্বংসলীলায় পরিনত করেছে কদমতলা বাজারকে। পুলিশের গুলিতে একজন নিহত ও তিনজন আহতও হয়েছেন। সময় থাকতে এই ঘটনা সামাল দিতে পারত প্রশাসন। কিন্তু তাঁদের উদাসীনতার কারণে বহু মানুষের ক্ষতি হয়েছে। কিন্তু আশ্চর্য্যের বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক( ডা.) মানিক সাহা এখনো ক্ষতিগ্রস্ত কদমতলা বাজার ও এলাকা পরিদর্শনে আসেন নি।
তাঁর অভিযোগ, রাজ্যে হঠাত করে সাম্প্রাদয়িক উস্কানিমূলক ঘটনাগুলি হচ্ছে না। ত্রিপুরায় ছয় বছরের বিজেপি সরকারের আমলে এই ঘটনাটি ঘটছে। কদমতলার দীর্ঘ দিনের এতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত করেছিল শাসক দল বিজেপি। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্তের বিরুদ্ধে লড়াই করতে হবে। পাশাপাশি এদিন তিনি পুলিশের গুলিতে নিহতের পরিবারের একজনকে সরকারি চাকুরী এবং আহতদের আর্থিক সাহায্য প্রদানের আবেদন জানিয়েছেন।