নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): আমেরিকার ভাবী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পাশাপাশি কমলা হ্যারিসকেও চিঠি লিখেছেন রাহুল। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার (৭ নভেম্বর) ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি লিখেছেন। সেই চিঠিতে রাহুল উল্লেখ করেছেন, “ভারত ও আমেরিকার মধ্যে একটি ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আমাদের অঙ্গীকারের মূলে রয়েছে। আপনার নেতৃত্বে, আমরা আত্মবিশ্বাসী যে উভয় দেশ পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে সহযোগিতাকে আরও নিবিড় করবে।”
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চিঠি লিখেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও। সেই চিঠিতে রাহুল উল্লেখ করেছেন, “বাইডেন প্রশাসনের অধীনে, ভারত ও আমেরিকা বৈশ্বিক গুরুত্বের বিষয়গুলিতে সহযোগিতাকে গভীর করেছে। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আমাদের ভাগ করা অঙ্গীকার আমাদের বন্ধুত্বকে পথ দেখাতে থাকবে।”