ধুলে, ৮ নভেম্বর (হি.স.): মহিলা ক্ষমতায়নে ফের জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে আক্রমণ করলেন কংগ্রেসকেও। শুক্রবার মহারাষ্ট্রের ধুলে-তে এক নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের মহিলাদের ক্ষমতায়ন করা খুবই জরুরি ও ‘বিকশিত মহারাষ্ট্র’ এবং বিকশিত ভারত-এর জন্য মহিলাদের জীবনযাত্রা সহজ করা খুবই গুরুত্বপূর্ণ। নারীরা যখন অগ্রগতি করে তখন সমাজ দ্রুত অগ্রসর হয়। আমি নারীর ক্ষমতায়নের জন্য সমস্ত বাধা দূর করেছি, মহারাষ্ট্রের মহাযুতি সরকার কেন্দ্রীয় সরকারের দৃষ্টিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।”
কংগ্রেস-সহ বিরোধীদের আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “বিরোধীরা মাঝি লেড়কি বাহন যোজনা বন্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। কংগ্রেস ইকোসিস্টেমের সদস্যরা এই প্রকল্পের বিরুদ্ধে আদালতে পৌঁছেছে। তাঁরা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এই প্রকল্পটি বন্ধ করতে চায়। প্রতিটি মহিলাকে এমভিএ (মহা বিকাশ আঘাড়ি)সম্পর্কে সচেতন হতে হবে। তাঁরা নারীদের ক্ষমতায়ন দেখতে পাচ্ছে না। সমগ্র রাজ্য এবং দেশ দেখছে যে এমভিএ লোকজন কীভাবে মহিলাদের বিরুদ্ধে অশোভন ভাষা ব্যবহার করেছে।”