কংগ্রেস নেতার বাড়ির সামনে স্লোগান দিয়ে ভয়ভীতি প্রদর্শন, থানায় মামলা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ধর্মনগর, ৮ নভেম্বর : ধর্মনগরের কংগ্রেস নেতা তথা  পিসিসি সদস্য চয়ন ভট্টাচার্যের বাড়ির সামনে আপত্তিকর স্লোগান,ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই থানায় মামলা করা হয়েছে। জনসমর্থন হারিয়ে শাসক দলের একাংশ কর্মী এই কাজ করছে বলে অভিযোগ শ্রী ভট্টাচার্যের।

ঘটনার বিবরনে জানা যায়, গত ৩১অক্টোবর প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধির প্রয়াণ দিবস ছিল। এই প্রয়াণ দিবস থেকে শুরু করে ১৯ নভেম্বর ইন্দিরা গান্ধীর জন্ম জয়ন্তী পর্যন্ত সময়ের মধ্যে বিভিন্ন কর্মসূচি চালানোর পরিকল্পনা নিয়েছে কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে গত ৫ নভেম্বর ধর্মনগর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এক পদ যাত্রার আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণ করেন পিসিসি সদস্য চয়ন ভট্টাচার্য সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্ব এবং সমর্থকরা। মিছিলটি যখন ধর্মনগর চন্দ্রপুর বাজার পর্যন্ত পৌঁছায়, ঠিক তখন একদল দুষ্কৃতকারী পিএসসি সদস্য চয়ন ভট্টাচার্যের বাড়ির সামনে গিয়ে বিভিন্ন ধরনের আপত্তিজনক স্লোগান দেয় বলে অভিযোগ। এমনকি তাকে প্রানে মারার হুশিয়ারী দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রী ভট্টাচার্য।

তিনি বলেন, যারাই তার বাড়ির সামনে এসেছিলেন তারা ভারত মাতা কি জয় স্লোগান দিয়েছিলেন। ফলে তারা,  বিজেপি সমর্থক বলে ধারণা চয়ন বাবুর। এই বিষয়ে ধর্মনগর থানায় মামলা দায়ের করেছেন তিনি। বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁর বাড়িতে গিয়ে ঘটনার খোঁজখবর নিয়েছেন এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছেন। শুক্রবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ জানান তিনি। শ্রী ভট্টাচার্য এদিন আরো একটি  চাঞ্চল্যকর অভিযোগ করেছেন, তা হলো গত ৫ নভেম্বর কংগ্রেস কর্মী সমর্থকরা যখন পদযাত্রায় সামিল হয়েছিলেন তখন চন্দ্রপুর বাজারের এক চায়ের দোকানের মহিলা তাদেরকে চা খাইয়েছেন। সেই মহিলার চায়ের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি অপর এক  দোকানের সামনে কংগ্রেস কর্মীরা  জড়ো হওয়ার কারণে সেই দোকানদারকে  শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে বলেও গুরুতর অভিযোগ উঠেছে।

চয়ন বাবু অভিযোগ করে বলেন, এই সকল ঘটনা শাসক দল বিজেপির দুর্বলতার বহিঃপ্রকাশ। মানুষের মৌলিক চাহিদা মেটাতে না পেরে এই ধরনের পন্থা হাতে নিয়েছে শাসক দল। অবিলম্বে এই ধরনের বন্ধ করার দাবি জানান তিনি।