নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): দিল্লিতে যমুনার জলের দূষণ নিয়ে চিন্তা ক্রমেই বাড়ছে, রাজধানীতে যমুনার জলে শুক্রবার ছটপুজোর অন্তিম দিনও দূষণের ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়ল। আর দূষণের জন্য আম আদমি পার্টির সরকারকে আক্রমণ করেছেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। শুক্রবার সকালে দিল্লির কালিন্দী কুঞ্জের যমুনা ঘাটে যান পুনাওয়ালা। গিয়ে দেখেন, বিষাক্ত ফেনার মাঝেই যমুনা নদীতে ছটপুজো করছেন পুণ্যার্থীরা।
এই দূষণের জন্য এএপি-কে দায়ী করে শেহজাদ পুনাওয়ালা বলেছেন, “সূর্যদেবের কাছে প্রার্থনা জানাতে বহু মানুষ এখানে এসেছেন। তবে পরিস্থিতি এমন যে দিল্লি হাইকোর্টকেও বলতে হয়েছিল, কেউ যেন প্রার্থনা করতে ঘাটে না যান, কারণ এতে তাঁদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে। এমনকি কংগ্রেস নেতারাও বলেছেন, যমুনা নদীর অবস্থা কতটা খারাপ হয়েছে। এখন নদীর উপরিভাগে বিষাক্ত ফেনার পুরু স্তর ভেসে উঠছে। ৭ হাজার কোটি টাকা খরচ হলেও নদীর অবস্থা খারাপ হয়েছে। ভক্তরা এখানে জড়ো হয়েছেন, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল অনুপস্থিত। এএপি-এর রাজনীতি দূষণের জন্য দায়ী।”