শিরালা, ৮ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের প্রচারে শরদ পওয়ার ও উদ্ধব ঠাকরে-কে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স-এর তীব্র সমালোচনা করেছেন তিনি।
শুক্রবার মহারাষ্ট্রের শিরালা-তে এক নির্বাচনী প্রচারে অমিত শাহ বলেছেন, “কংগ্রেসের তৈরি ওয়াকফ বোর্ডের কিছু বিধান নিয়ে গোটা দেশ ক্ষুব্ধ। তাতে পরিবর্তন আনতে সংসদে বিল আনেন প্রধানমন্ত্রী মোদী। কর্ণাটকে মন্দির-সহ গোটা গ্রাম এবং মানুষের জমি ওয়াকফের সম্পত্তি ঘোষণা করা হয়েছে। আমি পওয়ার সাহেব এবং উদ্ধবজির কাছে জানতে চাই, আপনারাই বলুন এই বিলটিকে সমর্থন করবেন নাকি বিরোধিতা করবেন। তাঁরা উত্তর দেবে না। তাঁরা ক্ষমতায় এলে কৃষকদের জমিও ওয়াকফ বোর্ডের নামে হস্তান্তরের চেষ্টা করবে।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস ৩৭০ ধারা ফিরিয়ে আনার জন্য জম্মু ও কাশ্মীর বিধানসভায় একটি প্রস্তাব পাস করেছে, যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ নয়। এখন আমি এই সম্ভাজি মহারাজের ভূমিতে বলছি – শরদ পওয়ার সাহেব, আপনার চার প্রজন্ম আসলেও আমরা ৩৭০ ধারা ফিরে আসতে দেব না।”