জটিল রোগে আক্রান্ত মেয়ের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি মা ও বাবার

আগরতলা, ৭ নভেম্বর: জটিল রোগে আক্রান্ত মেয়ের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন অসহায় মা ও বাবা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, চড়িলাম ব্লকের রংমালা ভিলেজের হেরমা এলাকার সন্তোষ দেববর্মা এবং শান্তিলতা দেববর্মার মেয়ে চম্পা দেববর্মা কিডনি জনিত রোগে আক্রান্ত। দীর্ঘ দিন যাবৎ শয্যাশায়ী সে। তার বয়স ৩৫ বছর। রাজ্যে এবং বহিঃ রাজ্যে চিকিৎসা হলেও সুস্থ হননি চম্পা। মেয়ের উন্নত চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানান অসহায় বাবা ও মা।