দেশের সুরক্ষা ও আত্মসম্মানের গ্যারান্টি হল বিজেপি : যোগী আদিত্যনাথ

কোডারমা, ৫ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন বিজেপি নেতা তথা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জোর দিয়ে বলেছেন, দেশের সুরক্ষা ও আত্মসম্মানের গ্যারান্টি হল বিজেপি। মঙ্গলবার ঝাড়খণ্ডের কোডারমায় এক নির্বাচনী প্রচারে যোগী আদিত্যনাথ বলেছেন, “বিজেপি দেশের সুরক্ষা, আত্মসম্মান, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়নের গ্যারান্টি। উন্নয়ন এবং ঐতিহ্যের মধ্যে সমন্বয়ের গ্যারান্টিও বিজেপি। এখন আপনারা প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের সাক্ষী হচ্ছেন। আপনারা অযোধ্যায় ৫০০ বছর পর দীপোৎসবের দুর্দান্ত উদযাপনের সাক্ষী হয়েছেন।”