বিশালগড়ে সংহতি পদযাত্রা অনুষ্ঠিত

আগরতলা, ৫ নভেম্বর : প্রদেশ কংগ্রেসের নির্দেশে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে উন্নত, ঐক্যবদ্ধ, ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে সংহতি পদযাত্রা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে বিশালগড় গোলাঘাটি বাইপাস সংলগ্ন কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু করে নদীলাক, ধ্বজনগর, বাইদ্যারদীঘি পর্যন্ত পরিক্রমা করা হয়েছে। পদযাত্রায় অংশগ্রহণ করেন কংগ্রেস নেতা জয়দ্বীপ রায় বর্মন, জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা, ব্লক কংগ্রেস সভাপতি সহ বিশালগড় বিধানসভার বিভিন্ন এলাকার কংগ্রেস কর্মীরা।

এদিন কংগ্রেসের সংহতি পদযাত্রা কে কেন্দ্র করে বিশালগড় থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে সিআরপিএফ জোওয়ান টি এস আর বাহিনী মোতায়েন করা হয়। পদযাত্রায় কংগ্রেস কর্মীদের  উপস্থিতি ছিলো লক্ষণীয়। ৩১ অক্টোবর থেকে ত্রিপুরার বিভিন্ন জেলায় সংহতি পদযাত্রা কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই অঙ্গ হিসেবে বিশালগড় জেলা কংগ্রেসের এই উদ্যোগ।

আজ বিশালগড় বাইপাস সড়ক এলাকায় বন্দেমাতরম স্লোগান চমকে দিয়েছে এলাকাবাসীকে। ইতিপূর্বে বিশালগড়ে কংগ্রেসের যখনই কোন কর্মসূচি পালন করা হয়েছিল সেখানে ছোটো বড় রাজনৈতিক সংঘর্ষ ঘটে ছিলো। তবে এবার বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন কংগ্রেসের এই সংহতি পদযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হতে দেওয়ার জন্য পুলিশ আধিকারিক দুলাল দত্তের নির্দেশে প্রচুর সিআরপিএস ও টি এস আর জোওয়ান মোতায়েন করেছেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে যেন কোনরকম রাজনৈতিক অশৃংখল পরিস্থিতি তৈরি হতে না পারে সেদিকে লক্ষ্য রেখে আরক্ষা দপ্তরের কর্মীরা নিজের দায়িত্ব তৎপরতার সাথে পালন করেছে।