এআরডিডি-র উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

আগরতলা, ৫ নভেম্বর: প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আজ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে। 

এদিন  ডুকলি আরডি ব্লকের চেয়ারম্যান বুলব সাহা বলেন, প্রাণী বিকাশ দপ্তরের উদ্যোগে বন্যায় ক্ষতি ক্ষস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। আনন্দনগর পশু হাসপাতালে আয়োজিত এই অনুষ্ঠানে শ্রীনগর, আনন্দনগর, পশ্চিম আনন্দনগর, মহেশখলা, জারুল বাচাই ,মলয়নগর পঞ্চায়েত এবং পুরনিগমের ২৬, ২৭,২৮,২৯, ৩০ নং ওয়ার্ডের তথা ৬ টি পঞ্চায়েত ও ৫ টি  পুরনিগমের সুবিধাভোগীদের হাতে এদিন আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। 

এদিন তিনি আরও বলেন, মূলত মোট ৩৩ জন সুবিধাভোগীদের হাতে এদিন আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।পাশাপাশি এদিন এক এওয়ারনেস ওয়াক শপের আয়োজন করা হয়েছে ।