আগরতলা, ৪ নভেম্বর: ফের জিবি হাসপাতালে ছিনতাই ঘটনা সামনে এসেছে। জিবি হাসপাতালে চিকিৎসা করাতে আসা এক ব্যক্তির কাছ থেকে পাঁচ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এবিষয়ে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনার বিবরনে জানা গিয়েছে, আজ এক ব্যক্তি জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেওয়া জন্য গিয়েছিলেন। টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্হায় তাঁর পকেট থেকে ৫০০০ টাকা উধাও হয়ে গিয়েছে। সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন জড়ে হয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি। ওই ঘটনায় মুহুর্তে মধ্যে হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।