জেএমএম-কংগ্রেস-আরজেডি ঝাড়খণ্ডের পরিচয় বিপন্ন করেছে : প্রধানমন্ত্রী 

চাইবাসা, ৪ নভেম্বর (হি.স.) : জেএমএম, কংগ্রেস ও আরজেডি-কে একযোগে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ঝাড়খণ্ডের চাইবাসায় এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “জেএমএম-কংগ্রেস-আরজেডি ঝাড়খণ্ডের পরিচয় বিপন্ন করেছে। ঝাড়খণ্ডের পরিচয়, জনসংখ্যা পরিবর্তনের ষড়যন্ত্র করা হচ্ছে। অনুপ্রবেশকারীদের সমর্থকরা জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের স্ট্যাম্প হয়ে উঠেছে। অনুপ্রবেশকারীরা তাদের সবচেয়ে বড় ভোট ব্যাংক। জেএমএম এবং কংগ্রেস অনুপ্রবেশকারীদের ভুয়ো নথি তৈরি করছে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “অনুপ্রবেশকারীরা আদিবাসী মেয়েদের টার্গেট করছে। তাঁরা আপনাদের মেয়ে, রুটি ও জমি ছিনিয়ে নিচ্ছে… আমরা আদিবাসী কন্যাদের নামে জমি রেজিস্ট্রি করার আইন আনব। তারা অন্য উপায় খুঁজে পেয়েছে- স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়কে সংখ্যালঘু প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করছে, এটি দলিত, উপজাতি এবং ওবিসিদের জন্য সংরক্ষণের অবসান ঘটায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *