৩৭.৫ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য ক্ষমতা-সহ ৫০টি সোলার পার্ক অনুমোদন করেছে সরকার : প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): দিল্লির ভারত মন্ডপমে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী সোমবার আন্তর্জাতিক সৌর জোট-এর সপ্তম অধিবেশন অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেছেন, আগামী ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্যে ভারত ৯০ গিগাওয়াট স্থাপিত সৌর ক্ষমতায় পৌঁছেছে।

সরকার ৩৭.৫ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য ক্ষমতা সহ ৫০ টি সৌর উদ্যানও অনুমোদন করেছে।

আন্তর্জাতিক সৌর জোট-এর সপ্তম অধিবেশন এদিন ভারত মন্ডপমে শুরু হয়েছে। জোটের গৃহীত নানা উদ্যোগ ছাড়াও শক্তির বন্টন, নিরাপত্তা এবং সদস্য দেশগুলির সৌরশক্তি গ্রহণের জন্য ক্ষমতায়ন নিয়েও অধিবেশনে আলোচনা হবে। ভারত এই অধিবেশনে সভাপতিত্ব করছে, সহ সভাপতির দায়িত্বে রয়েছে ফ্রান্স। ১২০টি দেশের মন্ত্রী ও মিশন প্রধানরা সৌর জোটের এবারের অধিবেশনে অংশ নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *