নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): ভাইফোঁটা উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাই ও বোনের মধ্যে পারস্পরিক স্নেহ আরও নিবিড় হোক, এই কামনা করেছেন প্রধানমন্ত্রী। রবিবার ভাইফোঁটার আয়োজন হয়েছে দেশের প্রতিটি ঘরে ঘরে। কালীপুজোর আনন্দের রেশ কাটতে না কাটতেই এসে পড়ে ভ্রাতৃদ্বিতীয়ার পুণ্যলগ্ন। ঘরে ঘরে ভাই-বোনেরা মেতে ওঠে ভাইফোঁটার উদযাপনে। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে, নিজের হাতে রেঁধে খাইয়ে তার মঙ্গল কামনায় ব্রতী হয় বোনেরা বা দিদিরা।
ভ্রাতৃদ্বিতীয়ার এই পুণ্যলগ্নে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “সমস্ত দেশবাসীকে ভাইফোঁটার শুভেচ্ছা। আমরা কামনা করছি, এই শুভ উপলক্ষ ভাই এবং বোনের মধ্যে পারস্পরিক স্নেহ আরও নিবিড় করুক।”

