ম্যানচেস্টার, ৩ নভেম্বর ( হি. স.): বোর্নমাউথের মাঠে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে হেরেছে পেপ গুয়ার্দিওলার দল। সেই সঙ্গে বোর্নমাউথ পেল সিটির বিপক্ষে নিজেদের প্রথম জয়। আর এই হারে প্রিমিয়ার লিগে সিটির ৩২টি ম্যাচের অপরাজেয় যাত্রায় ছেদ পড়ল।
আন্সো সেমেনিয়ো বোর্নমাউথকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরো একটি গোল করেন ইভানিলসন। এর ফলে বোর্নমাউথ এগিয়ে যায় ২-০ গোলে। ম্যাচের শেষ দিকে সিটির হয়ে ব্যবধান কমান ইয়োশকো ভার্দিওল।
ঘরের মাঠে বোর্নমাউথ সিটিকে চমকে দিয়ে নবম মিনিটে মিলোশ কেরকেজের কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে পান সেমেনিয়ো। ৬৪ মিনিটে ব্যবধান বাড়ায় বোর্নমাউথ। কেরেকেজের দারুণ নিচু ক্রসে চমৎকার গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইভানিলসন।
প্রিমিয়ার লিগে প্রথম হারে দ্বিতীয় স্থানে নেমে গেছে সিটি। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৩। এদিন ব্রাইটনকে ২-১ গোলে হারানো লিভারপুল উঠে গেছে শীর্ষে। তাদের পয়েন্ট ২৫।

