রাঁচি, ৩ নভেম্বর (হি.স.): হেমন্ত সোরেন সরকারের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। রবিবার অমিত শাহ বলেছেন, হেমন্ত সোরেন সরকারের আমলে ঝাড়খণ্ডের আদিবাসীরা নিরাপদ নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির সঙ্কল্প পত্র প্রকাশ করেছেন। অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, সঞ্জয় শেঠ, বিজেপির ঝাড়খণ্ডের সভাপতি বাবুলাল মারান্ডি প্রমুখ।
অমিত শাহ এদিন বলেছেন, “হেমন্ত সোরেন সরকারের আমলে ঝাড়খণ্ডের আদিবাসীরা নিরাপদ নয়। সাঁওতাল পরগনায় আদিবাসীর সংখ্যা ক্রমাগত কমছে। অনুপ্রবেশকারীরা এখানে এসে আমাদের মেয়েদের প্রলুব্ধ করে বিয়ে করে জমি দখল করছে। এটা বন্ধ না হলে ঝাড়খণ্ডের সংস্কৃতি, চাকরি, জমি অথবা মেয়েরা নিরাপদ থাকবে না। তাই ‘রোটি, বেটি, মাটি’ নিশ্চিত করার স্লোগান নিয়ে এগিয়ে চলেছে বিজেপি।”
অমিত শাহ জোর দিয়ে বলেছেন, “ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠিত হচ্ছে এবং আমরা এই অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেব। আমরা আইন এনে নারীদের কাছ থেকে কেড়ে নেওয়া জমি ফিরিয়ে দেব। হেমন্ত সোরেন, আপনি ঝাড়খণ্ডের মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।”

