বয়স ভাঁড়ানোর অভিযোগ, বিতর্কে হেমন্ত সোরেন

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): ভোটমুখী ঝাড়খণ্ডে চর্চায় মুখ্যমন্ত্রীর বয়স। মনোনয়নে বয়স ভাঁড়ানোর অভিযোগ হেমন্ত সোরেনের বিরুদ্ধে। অভিযোগ, ৫ বছরে মুখ্যমন্ত্রীর বয়স বেড়েছে ৭ বছর। বারহেত বিধানসভা আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন ঝাড়খণ্ডের বিদায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বিজেপির দা হবি, ২০১৯ সালে হেমন্তর মনোনয়নে ৪২ বছর বয়স ছিল। ২০২৪ এর হলফনামায় বয়স হয়ে গিয়েছে ৪৯। ৫ বছরের ব্যবধানে ৭ বছর বয়সের ফারাক। হেমন্তর মনোনয়নে ভুল দেখিয়ে তা বাতিলের দাবি তুলছে গেরুয়া শিবির।

শুক্রবার, বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, জেএমএম শাসিত ঝাড়খণ্ড সরকার অনেক দুর্নীতি করেছে। এখন হলফনামায়ও দুর্নীতি করছে। এই “হলফনামা দুর্নীতি”-ই দেখায় যে জেএমএম সরকার কীভাবে জনগণকে লুট করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *